আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি যেকোনো ছবি কে 3D ছবি বানিয়ে ফেসবুকে আপলোড দিতে পারবেন । তো বন্ধুরা দেরি না করে চলুন দেখি কিভাবে একটি JPG ছবিকে 3D তে রূপান্তর করে ফেসবুকে আপলোড দেওয়া যায় ।
প্রথমে এই লিঙ্কে Omnivirt প্রবেশ করুন
এখন উপরের ছবির মত আসবে । ছবির একেবারে নিচে দেখেন Hide This Box লেখা আছে সেটা তে চাপ দিন এবং PREDICT কমপ্লিট হওয়ার জন্যে অপেক্ষা করুন ।
PREDICT হয়ে গেলে এবার নিচে দিকে দেখেন DOWNLOAD 3D PHOTO ASSETS অপশন রয়েছে সেখানে ক্লিক করুন এবার ZIP ফাইলটা ডাউনলোড হবে
এখন ডাউনলোড করা ZIP ফাইলটা UNZIP করলে ২ টা ছবি পাবেন "image.jpg" এবং "image_depth.jpg" নামে এবার এই ২টি ছবি একসাথে ফেসবুকে আপলোড দিন দেখবেন স্বয়ংক্রিয় ভাবে 3D ছবি হয়ে যাচ্ছে ।
পোস্ট না বুঝতে পারলে ভিডিও দেখতে পারেন ।
0 comments:
Post a Comment